ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। হামলায় নিহত ১৭ শিশুসহ ৬৯ জন ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ক্রমশই তা বাড়ছে। বর্বর এই হামলার প্রতিবাদ জানাতে থেমে নেই ক্রিকেটাররা। বিশ্বের নানা প্রান্তের ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রিকেটাররা নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ তুলেছেন।ফিলিস্তিনিদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের রুবেল হোসেন। এ ছাড়া প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, আফগানিস্তানের রশিদ খান, পাকিস্তানের বাবর আজমরা।
রুবেল হোসেন তার ফেসবুকে লিখেছেন, ‘ফিলিস্তিনকে বাঁচান, মুসলিমদের বাঁচান। আমরা ফিলিস্তিনের পাশে আছি। ফিলিস্তিনিরা, তোমরা আমাদের প্রার্থনায় আছো।’
আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান এক টুইট বার্তায় লিখেছেন, ‘শিশুহত্যার চেয়ে জঘন্য আর কিছুই হতে পারে না।’ পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমসহ অন্তত সাত ক্রিকেটার আওয়াজ তুলেছেন ফিলিস্তিনের পক্ষে। টুইটারে বাবর লিখেছেন, ‘ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া। মানবতার জন্য দাঁড়াতে শুধু মানুষ হওয়াই যথেষ্ঠ।’
দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হাশিম আমলা নিজের ইন্সটাগ্রামে নেলসন ম্যান্ডেলার উদাহরণ টেনে ফিলিস্তিনের মানুষের মুক্তির দাবি তুলেছেন। শুধু আমলা একা নন, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে তাবরাইজ শামসি, জর্জ লিন্ডে এবং কাগিসো রাবাদাও নিজেদের সমর্থন জানিয়েছেন। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি এবং ভারতের ইরফান পাঠানও আওয়াজ তুলেছেন ইসরায়েলের এ হামলার বিরুদ্ধে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]