দেবহাটা প্রতিনিধি: যুদ্ধবিরতি লঙ্ঘন করে পবিত্র মাহে রমজানে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফিলিস্তিনের এই যুদ্ধ একটি দীর্ঘ যুদ্ধ চলছে ১৯৪৮ সাল থেকে এই সংগ্রাম চলে আসছে। সর্বশেষ যুদ্ধে তারা ৫০হাজারের মতো ফিলিস্তিনি মানুষদের হত্যা করার পর একটা যুদ্ধবিরতি চুক্তি চলছিলো।
সেই যুদ্ধবিরতি অবস্থায় হঠাৎ আন্তর্জাতিক সমস্ত নিয়মনীতি লঙ্ঘন করে রাতের অন্ধকারে যখন সেহরির সময় সেই সময় ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপর অতর্কিত বিমান হামলা চালানো হয়। এই হামলায় ৫শতাধিকের বেশি ফিলিস্তিনি মুসলমান শহীদ হয়েছে। তার মধ্যে থেকে ২শতাধিকের বেশি শিশুকে শহীদ করা হয়েছে এ যুদ্ধে।
তিনি আরো বলেন, আমরা সেই মর্মাতিক দৃশ্য টিভির পদ্মায় দেখেছি ৪ বছরের বোন ১ বছরের ভাইকে কোলে নিয়ে রক্তাত্ব অবস্থায় তারা মরুভুমির উপর দিয়ে ছুটে চলেছে তাদের কোন যাবার জায়গা নেই। কোন আশ্রয় নেওয়ার মতো ঘর-বাড়ি নেই। তাদের জীবনের কোন নিরাপত্তা নেই যে কোন সময় হানাদার ইসরাইলের পক্ষ থেকে তাদের উপর বোমা নিক্ষেপ হতে পারে।
এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনি মুসলমান হত্যার দায় নেতানিয়াহু ও ডোরান ট্রাম নিতে হবে। তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। পৃথিবীর কোন ভ’খন্ডে এ বর্তমান সময়ে এত বড় মানবতাবিরোধী অপরাধ পৃথিবীতে কোথাও সংঘটিত ঘটছে না যেটা ফিলিস্তিনি মুসলমানদের উপর ঘটছে। এই কর্মকান্ডের জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং বিশ্বেও সকল মুসলমানদের ইসরাইলের সাথে সকল প্রকার ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে পারুলিয়া বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম এসব কথা বলেন।
উক্ত বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহ-সেক্রেটারী সোলায়মান হোসাইন, আব্দুল গফুর সরদার, ইসরাইল আশেকে মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা শামসুল আরিফ, জিয়াউর রহমান, মাওলানা আনোয়ারুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]