চট্টগ্রামের সাতকানিয়ায় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৫ এপ্রিল) দুপুরে থানার সোনাকানিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- তৌহিদুল ইসলাম (২৮) ও মো. শাহাদাত হোসেন (২৩)। তারা দুজনই সোনাকানিয়া ইউনিয়নের মঞ্জিলের দরগাহ চর টেন্ডল পাড়ার বাসিন্দা আক্কাস সওদাগরের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতার দুই ভাইয়ের বিরুদ্ধে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে বিভিন্ন উস্কানিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগ দেয় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। অভিযোগের ভিত্তিতে আটকের পর তাদের মোবাইলে এসব স্ট্যাটাসের প্রমাণ পাওয়া যায়। পরে রোববার রাতেই তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, 'প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের হওয়া মামলায় দুই সহোদরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে।'
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]