কলারোয়া নিউজ ডেস্ক: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হঠাৎ উধাও হয়ে গেছে। ব্যবহার করতে সমস্যা হচ্ছে ম্যাসেঞ্জার এবং ইনস্টাগ্রামও। অনেকেই মনে করছেন, তাদের ফেসবুক হ্যাক হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবহারকারীরা।
যদিও, ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের এসপি মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, ফেসবুকে ঢুকতে না পেরে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাদের সার্ভার ত্রুটির কারণে প্রবেশ করা যাচ্ছে না।
ফেসবুকের বাংলাদেশ ও সিঙ্গাপুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার রাতে একটি ভিডিও বার্তা দেন এসপি নাজমুল। সেখানে তিনি বলেন, ফেসবুকের কার্যক্রম বর্তমানে কিছুটা বিঘ্নিত হচ্ছে। এরমধ্যে এ বিষয়টি নিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষ এবং সিঙ্গাপুরের ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, সমস্যার সমাধানে তারা কাজ করে যাচ্ছে। দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।
তিনি আরও বলেন, এটা সম্পূর্ণ ফেসবুকের কারিগরি সমস্যা, কেউ আতঙ্কিত হবেন না। এতে ফেসবুক অ্যাকাউন্টধারী বা ফেসবুক অ্যাপের কোনো ত্রুটি নেই। পাসওয়ার্ড বা আর্থিক কোনো বিষয়েও সংশ্লিষ্টতা নেই। আপনার ফেসবুক হ্যাক হয়নি। শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।
এদিকে মোজাম্মেল হোসেন নামের এক ফেসবুক ব্যবহারকারী সময় সংবাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে লিখেছেন, ‘খবর নেয়ার জন্য ইউটিউবে এলাম। আমার আইডি অটো লগ আউট হয়ে কোড আসতেছে না। পরে অন্যদের জিজ্ঞেস করে দেখি একই অবস্থা।’
আকাশ হোসেন লিখেছেন, ‘প্রথমে ভেবেছিলাম ফেসবুক হ্যাক হয়েছে, সেই ভয় পেয়েছিলাম, পড়ে বুঝলাম বিষয়টা অন্য।’
ফারদিন নামের অপর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আমি সত্যিই অনেক ভয় পেয়ে গেছি, মনে করছি আমার আইডি হ্যাক হয়ে গেছে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]