নতুন বছরের প্রথম দিনে দেশব্যাপী বই উৎসবের অংশ হিসেবে কলারোয়ার বিভিন্ন ইউনিয়নের স্কুলে স্কুলে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
করোনায় স্বাস্থঝুঁকির কথা বিবেচনা করে স্কুলে স্কুলে শিশু শ্রেণী থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে বই বিতরণ করা হয়।
শুক্রবার (১জানুয়ারী) নতুন বছরের প্রথম দিন থেকে শিক্ষার্থীদের নতুন বই দেয়া শুরু হয়েছে।
বিভিন্ন ইউনিয়নের স্কুল গুলো ঘুরে দেখা গেছে, নতুন বইয়ের উৎসব চলছে। তবে করোনা ভাইরাসের কথা বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা হিসেবে স্কুল গেটে করোনা সচেতনতার ব্যানার দিয়েছে, স্কুল গেটে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পানি। সেই সাথে বই বিতরণ করা হচ্ছে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে।
প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি এবার মাধ্যমিক পর্যায়ে প্রতিটি শ্রেণির বই বিতরণের জন্য ৩ দিন করে সময় দেয়া হয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণে ১২ দিন সময় দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো আলাদা আলাদাভাবে প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণের ব্যবস্থা করেছে।
উপজেলার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার মন্ডল জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নতুন বছরের ১ম দিন বই তুলে দিতে হবে ছাত্রছাত্রীদের হাতে। আমরা শিক্ষকরা সেই নির্দেশ মতই বই বিতরণের কাজ করে যাচ্ছি।
তিনি আরা জানান, করোনা মহামারির কথা বিবেচনা করে সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক বাধ্যতামুলক করা হয়েছে। সব দিক বিবেচনা করে ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে তুলে দেয়া হচ্ছে নতুন বই।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]