বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদের মতবিনিময় সভা বুধবার (২৯ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর-১ আসনের (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জামালপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ ইসমাইল হোসেন বাবুল তালুকদারের সঞ্চালনায় এবং সভাপতি শাহীনা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গাজী মো. আমানুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মফিজ উদ্দিন, সহসভাপতি জয়নাল আবেদিন, সহসভাপতি আব্দুল্লাহ আল মোকারেছ খোকন, সহসভাপতি শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিটলার, সাংগঠনিক সম্পাদক একেএম হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, সাবেক সদস্য মনিরুজ্জামান মনির, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মো. হোসেন আলী, বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রামাণিক, উপ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নূর মোহাম্মদ আগামি ৭ জানুয়ারিতে আওয়ামী লীগকে বিজয়ী করতে নেতা কর্মীদের বিভেদ ভুলে মাঠে নামার আহবান জানান।
তিনি বলেন , ভোটারদের হাতে পায়ে ধরে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে যেন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]