বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনার নদীর চর থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে।
রোববার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার গজারিয়া ধনতলা চর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মৃতদেহের মুখ, বুক ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) বাবর আলী।
তিনি বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ধনতলা চর থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হচ্ছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]