বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বুধবার (১৯ মে) সন্ধ্যায় সোনাতলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভার এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী। সভা চলাকালে সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন ও সোনাতলা উপজেলা ভাইস চেয়াম্যান জাকির হোসেনের গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরে পুলিশ চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে সবাইকে ছত্রভঙ্গ করে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জানান, ব্যক্তিগত অফিসে কিছু নেতাকর্মী নিয়ে মতবিনিময় সভার আয়োজন করি। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে কয়েকজন লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন বলেন, এমপির উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে জামায়াত-বিএনপির মদদে অর্তকিত হামলা চালায় কিছু লোক।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, আসলে কী নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ তা জানা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]