বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও ‘র্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে বগুড়া সদরের কলোনীতে মূক-বধির বিদ্যালয়ে দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা বিতরণ করেছেন র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গণি।
সোমবার বিকেলে র্যাব-১২ বগুড়া ক্যাম্প কর্তৃক প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও ‘র্যাব সেবা সপ্তাহ’ উদযাপনের অংশ হিসেবে বগুড়া সদরের কলোনীতে মূক-বধির বিদ্যালয়ে দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
শিক্ষা সহায়তা বিতরণকালে আরও উপস্থিত ছিলেন র্যাব-১২, সিরাজগঞ্জ সহঅধিনায়ক মেজর মো. মশিউর রহমান, বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার, বগুড়া মূক-বধির স্কুলের প্রধান শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]