জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর সামগ্রিক জীবন এক মহান আত্মত্যাগের ইতিহাস। বাংলার মানুষের কল্যাণে নিজের পরিবারের রক্তও বিলীন করে গেছেন তিনি। তার আদর্শকে আমাদের ধারণ করতে হবে।
শনিবার সকালে গোপালগঞ্জ সমিতি, ঢাকার আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল তিনি এসব কথা বলেন।
ড. শিরিন শারমীন বলেন, আগস্ট বাঙালির জীবনে শোকাবহ মাস। ১৫ আগস্ট, ১৯৭৫ বাঙালির জীবনে কলঙ্কময় অধ্যায় শুরু হয়। বঙ্গবন্ধু এমন এক আদর্শ যার মৃত্যু নেই। শুধু স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষ পালনই নয়, বরং এই যে ধারা তা আমাদের সকলকে আগামীর প্রজন্মের জন্য ধরে রাখতে হবে।
জনগণের সেবার আমাদের কাজ করতে হবে। আগামী প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরে দেশের জন্য কাজ করতে উৎসাহিত করতে হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]