বুধবার ১৭ মার্চ। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কলারোয়া থানা জামে মসজিদে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আসরের নামাজ শেষে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের নানান স্মৃতি চারণ করে বক্তব্য পেশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মীর খায়রুল কবীর, সিনিয়র সহ-সভাপতি পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহা: জেল্লাল হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মোকারম হোসেন, এস.আই সোহরাব হোসাইন, মাসুদুর রহমান মাসুদ, এ.এস.আই আবু তালেবসহ অসংখ্য মুসল্লীবৃন্দ।
উল্লেখ্য গেল বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ ধরে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত ‘মুজিববর্ষ’ পালন করছে বাঙালি।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলারোয়া থানা জামে মসজিদের খতিব ও ইমাম, সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল (বি.এ) মাদরাসার আরবি প্রভাষক মুহাম্মদ আসাদুজ্জামান ফারুকী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]