জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কলারোয়ায় 'মানববন্ধন' করেছে বীর মুক্তিযোদ্ধারা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে পাশে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচির অংশ হিসাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের বিচারের দাবী জানিয়ে অনুষ্ঠিত প্রতিবাদে সহমত পোষন করে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য বিএম নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামন জিল্লু, সাংবাদিক মাস্টার রাশেদুল হাসান কামরুল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শ্যামপদ শেঠের পুত্র সাংবাদিক শিক্ষক দীপক শেঠ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]