কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি সোমবার বেলা সাড়ে দশটায় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরার নেতৃত্বে সাতক্ষীরা পিএন হাইস্কুল থেকে শুরু হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয় এবং মিছিল শেষে জেলা আওয়ামী লীগের আহবানে শহীদ শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ সমাবেশে যোগদান করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মনসুর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদা আকতার বানু ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]