কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দুই মাদ্রাসাছাত্রকে শনাক্ত করেছে পুলিশ।
শনিবার রাতে শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রোববার সকালে পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।
রবিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে ভাস্কর্য অবমাননার বিষয়ে একটি ভিডিও ফুটেজ দেখা গেছে।
পুলিশ জানায়, প্রথমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়েছে।
এর আগে ভাস্কর্য ভাঙচুরের সিসিটিভির ফুটেজ উদ্ধার করে পুলিশ।
এতে দেখা যায়, দুই ব্যক্তি নির্মাণাধীন ভাস্কর্যের উপরে ওঠে। পরে তারা হাতুড়ি বা অন্যকিছু দিয়ে ভাস্কর্যটি ভাঙছেন। ভাঙচুর শেষে তাদের নিরাপদে চলে যেতেও দেখা যায়। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তারা এ ঘটনা ঘটায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বাংলাদেশ প্রতিদিনের সৌজন্য ভিডিও
[embed]https://youtu.be/7Hgs2hrAtyo[/embed]
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]