প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৩, ৫:১৩ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মধুমতি-পাচুড়িয়া খাল সংযোগে কোটি টাকা ব্যয়ে ব্লকিং ও রাস্তা নির্মা
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১২টায় মেয়র রকিব হোসেনের নেতৃত্বে পাচুড়িয়া নিউ মার্কেট সংলগ্ন খালের উভয় পাশে কংক্রিটের ব্লক স্থাপন সহ জনসাধারণের যাতায়াতের আরসিসি রাস্তা নির্মাণ স্থান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: নাজমুন নাহার, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীএস. এম. রেফাত জামিল, সদর উপজেলার চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং সাধারণ জনগণ।
পাচুড়িয়া স্থানীয় বাসিন্দা নূর হোসেন খান তিতাস বলেন, মধুমতী ও পাচুড়িয়া খাল সংযোগ স্থলে কংক্রিটের ব্লকিং করলে খালের পানি প্রবাহে উভয় পাশ সুরক্ষিত থাকবে। এছাড়াও প্রধান সড়ক থেকে মসজিদ সংলগ্ন রাস্তা নির্মাণ সাধারণ জনগণের যাতায়াত ব্যবস্থা উন্নত করবে।
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস. এম. রেফাত জামিল জানান, সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে পাচুড়িয়া নিউ মার্কেট সংলগ্ন মধুমতী-পাচুড়িয়া সংযোগ খালের উভয় পাশে কংক্রিটের ব্লক স্থাপন কাজ শুরু হচ্ছে। খালের তলা ২৫ ফুট এবং ওপরে ৯০ ফুট থাকবে। যার কাজ শেষ হবে ২০২৩-২০২৪ অর্থবছরে। এতে পানি প্রবাহে দুই পাশে কোন ভাঙন বা ক্ষতির সম্ভাবনা থাকবে না।
এবিষয়ে গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন বলেন, বঙ্গবন্ধুর পুণ্যভূমির গোপালগঞ্জ পৌরসভাকে স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছি। পরিবেশবান্ধব পৌরসভা গড়ে তুলতে মধুমতী-পাচুড়িয়া খালের সংযোগ স্থলে দু'পাশে কংক্রিটের ব্লক বসানো হবে। পৌরসভার উদ্যোগে খালের পশ্চিম পাশে মসজিদে মুসল্লি সহ সাধারণ জনগণের যাতায়াতের সুবিধার্থে নির্মিত হবে ১২ ফুট চওড়া আরসিসি ঢালাই রাস্তা। টেকসই ব্লকিং ও রাস্তা নির্মাণ সহ এখানে সাধারণ মানুষের বিনোদনেরও ব্যবস্থা করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]
Copyright © 2024 কলারোয়া নিউজ. All rights reserved.