দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় হিন্দু,বৌদ্ধ,খৃিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে আলোর মিছিল বের করা হয়েছে।
সোমবার (১৪ আগষ্ট) সন্ধ্যায় উপজেলা হিন্দু বৌদ্ধ খৃিষ্টান ঐক্য পরিষদ কার্যালয় বিশ্বাস মার্কেট থেকে আলোর মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে এসে শেষ হয়। আলোর মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবতী, সাধারন সম্পাদক সন্দীপ রায়, পূজা উদযাপন পরিষদ নেতা হেরন্দ্র নাথ রায়, সন্তোষ কুমার পাল, তাপস
পাল, মাষ্টার উত্তম পাল, মাস্টার নিরঞ্জন ঘোষ, দিলিপ অধিকারী চান্দু, রনজিত দত্ত, উজ্জ্বল দাশ ও সাধারণ সম্পাদক গোপাল ঘোষ বাবু, জয় দাস, মিলন দত্ত, উত্তম ঘোষ, রামলাল দত্ত সহ সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ।
আলোর মিছিল শেষে নেতৃবৃন্দ জানান, সংগঠনের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]