প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৫:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৩, ৭:৫৩ অপরাহ্ণ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’র জেলা পর্যায়ের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সুপার মো. সজীব খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী আকতার হোসেন, শেখ হেদায়েতুল ইসলাম, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ শেখ মাসুদ আলী প্রমুখ। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর জেলা পর্যায়ের ফাইনাল খেলায় অংশ নেয় তালা লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কালিগঞ্জ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় ৩-১ গোলে কালিগঞ্জ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে তালা লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর জেলা পর্যায়ের ফাইনাল খেলায় অংশ নেয় শ্যামনগর পূর্বমীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম আশাশুনি আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় আশাশুনি আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে শ্যামনগর পূর্বমীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন একরামুজ্জামান জনি, সহকারি মনিরুজ্জামান, মোখলেছুর রহমান ও আবুল আলাম ফরহাদ। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]
Copyright © 2024 কলারোয়া নিউজ. All rights reserved.