সাতক্ষীরা: নানা আয়োজনে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে সাবেক এমএলএ বীরমুক্তিযোদ্ধা স. ম আলাউদ্দীন প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭মার্চ) অগ্নিঝরা মার্চের কাব্যিক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি স. ম আক্তারুল আলম। সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক নবকুমার ঢালী, মাও: রুহুল কুদ্দুস, পূর্ণচন্দ্র সরকার, নরেশ চন্দ্র সরকার, বিশ্বনাথ সরকার, মুকুল কুমার সরকার, কৃষ্ণপদ সরকার, উজ্জ্বল রায়, তপন কুমার রায়, তাপস কুমার রায়, খায়রুজ্জামান প্রমুখ। দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে নিবেদন করা হয় গভীর শ্রদ্ধা। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত, কুইজসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সম্প্রচার করা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]