সাতক্ষীরা তালায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহধর্মিণী ফজিলাতুন্নেছা বেগমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদের কার্যলয়ে মহিলা অধিদপ্তরের আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ আব্দুল আওয়াল।
এসময় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়।
অন্যদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তালায় জাতীয় মহিলা সংস্থার উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জাতীয় মহিলা সংস্থা উপজেলা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা উপজেলা কর্মকতা (দায়িত্বপ্রাপ্ত) মো: মাহমুদ হাসান রুমা, তথ্য সেবা কর্মকতা তানভিনা আক্তার, মুক্তি রানি ঘোষ, শামসুর নাহার, মাসকুরা খাতুন, তাসলিমা খাতুন, মো:মজুরুল আলম, অফিস সহায়ক মোনাজাত।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা তৌহিদুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]