আশাশুনি ব্যুরো : অধ্যক্ষের অফিসের তালা খুলে প্রশাসনিক কার্যক্রম সচল করার নিমিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে যৌথ আলোচনা সভায় সভাপত্বি করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান। সভায় বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি কৃষ্ণা রায় বরাবর লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজকর্ম ও শিক্ষা কার্যক্রম ব্যবহত হচ্ছে মর্মে অফিস কক্ষে তালা খোলা সহ প্রশাসনিক কার্যক্রম সচল করার জন্য কলেজিয়েট স্কুলের দাতা সদস্য রফিকুল ইসলামকে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। গত ২৬ সেপ্টেম্বর তদন্ত কমিটির প্রধান সহ ৪ সদস্য ও স্কুলের শিক্ষকবৃন্দ তদন্ত পূর্বক অফিস কক্ষের তালা খুলে যৌথ সভায় মিলিত হন। এসময় বক্তব্য রাখেন তদন্ত কমিটির প্রধান দাতা সদস্য রফিকুল ইসলাম সানা, অভিভাবক সদস্য নাসির উদ্দীন সানা, শিক্ষক প্রতিনিধি এসএম মাহফিজুল ইসলাম, কলেজ শাখার সদস্য আমিরুল ইসলাম ফকির, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান এসএম আজিজুল ইসলাম সানা, উজ্জল সানা প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]