নিজস্ব প্রতিনিধি : রংতুলির আবিরে প্রতিবাদের ভাষা বর্ণিল রূপে ফুটে উঠেছে কলারোয়া ফুটবল ময়দানের সীমানা প্রাচীরে। এ যেনো রংতুলিতে রাঙিয়ে দেওয়ার এক নতুন লড়াই। বিশ্ববিদ্যালয়, কলেজসহ স্কুল পড়ুয়ারা দলবেঁধে রংতুলি হাতে অপরিচ্ছন্ন দেয়ালগুলোতে পরিচ্ছন্নতার প্রলেপ দিচ্ছে। তাতে ফুটিয়ে তোলা হচ্ছে নানা স্লোগানের ভাষা। ছবি এঁকে বৈষম্যবিরোধী আন্দোলন ও দেশকে বদলে দেওয়ার প্রতিশ্রুতির বাণী শোভা পাচ্ছে দেয়ালে দেয়ালে। শহর পরিচ্ছন্নতার অংশ হিসেবে তারা রঙতুলির আচড়ে রাঙিয়ে দিচ্ছে সবখানে।
সোমবার (১২ আগস্ট) প্রথমবারের মতো কলারোয়া পৌরশহরের প্রাণকেন্দ্র শহীদ মিনার সংলগ্ন ফুটবল ময়দানের দেয়াল আবিরে রাঙিয়ে দিয়ে ভিন্নমাত্রার রঙতুলির যুদ্ধে অংশ নেয় পড়ুয়ারা। আপন মনের মাধুরী মিশিয়ে শিক্ষার্থীদের আঁকা আল্পনা ও বাণী সকল মানুষের নজর কেড়ে নেয়। দেয়ালে শোভা পাচ্ছিলো - ' বিকল্প কে? আমি, তুমি, আমরা। 'বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর', গণতন্ত্র - স্বৈরচার ' প্রভৃতি ছবি ও আল্পনায় দেয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে সুনিপুণভাবে। সেইসাথে পরিপাটি রূপ নিচ্ছে নানাভাবে সৌন্দর্যহারা দেয়াল ও প্রাচীরগুলো। এভাবেই দিনভর শিক্ষার্থীরা রঙতুলির মাধুরীময় এক ঝকঝকে পৌরশহর উপহার দিচ্ছে পৌরবাসীকে। স্কুল ছুটির পর নাওয়া-খাওয়া ভুলে শিক্ষার্থীরা হাতে হাত লাগিয়ে রাঙিয়ে দেয় এ শিল্পকর্ম। দুপুরে রঙতুলির কাজে ব্যস্ত থাকা শিক্ষার্থীদের মধ্যে কথা বললে তারা জানায়, নতুন এক বদলে যাওয়া বাংলাদেশ গড়তে চায় তারা। সেখানে থাকবে সকল ক্ষেত্রে বৈষম্যহীন ব্যবস্থা। থাকবে মানুষে মানুষে সাম্যের বন্ধন। ভালো সকল কাজেই ছাত্রসমাজ ভূমিকা রাখতে পারে এমন অবস্থার উত্তরণ ঘটানো। যে কোনো অর্জনের মাপকাঠি যেনো যোগ্যতা- দক্ষতার নিরিখে হয়।
এসময় রংতুলির কাজে সক্রিয় শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলো: কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স সম্পন্ন করা নাহিদ হাসান, যশোর এমএম কলেজের মাস্টার্স সম্পন্ন করা সুরাইয়া ইয়াসমিন, কলারোয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ফারিহা আফরিন ও রাইসা মাহজাবিন, ড্যাফোডিল ইউনিভার্সিটির জান্নাতুল ফেরদৌস, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের নবম শ্রেণির তাহিন এহসান, নাহিয়ান খালিদ ও কাজী রেজওয়ান, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের অষ্টম শ্রেণির নাতাশা নুর দিবা, আয়েশা, অলিফা ও জেবা ফারিহা তৃষা, গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাইম হাসান শাওন, সাতক্ষীরা সিটি কলেজের সাউদিয়া সুলতানা, এমআর ফাউন্ডেশন স্কুলের চতুর্থ শ্রেণির ফারহানা ইয়াসমিনসহ আরও অনেকে। রংতুলির চলমান এ কর্মকান্ড সমন্বয় করছেন কলারোয়া এডুকালচার সেন্টারের প্রশিক্ষক রাকিবুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]