নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। জানা গেছে, সে দেশের উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে এ ঘটনা ঘটেছে।
গতকাল স্থানীয় সময় সোমবার সোকোটো রাজ্যের গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সেখানে বন্দুকধারীদের গুলিতে ৪৩ জন মারা গেছেন।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে গভর্নর আমিনু ওয়াজিরি টামবুওয়াল-এর বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাজ্যের গোরোনিও এলাকার একটি সাপ্তাহিক হাটে রবিবার হামলা শুরু করে সোমবার সকাল পর্যন্ত তাণ্ডব চালায় হামলাকারীরা।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী ইলিয়াসু আব্বা রয়টার্সকে বলেন, গোরোনিও জেনারেল হাসপাতালের মরচুয়ারিতে ৬০ জনের মরদেহ ছিল। তবে অন্যরা সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় আহত হলেও বেঁচে গেছেন।
ঘটনার ব্যাপারে মন্তব্যের জন্য পুলিশের একজন মুখপাত্রকে রয়টার্স অনুরোধ করেছে। তবে এ ব্যাপারে তিনি মন্তব্য করেননি।
সূত্র: রয়টার্স।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]