বরিশাল বিভাগে গড়ে প্রতিদিন ৪শ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে এক দুই দিনের মধ্যেই বাড়ি ফিরছেন তারা। এ কারনে ডায়রিয়ায় আক্রান্ত হলেও হাসপাতালগুলোতে রোগীর চাপ নেই। শুষ্ক মৌসুমে বরিশাল ডায়রিয়া প্রবন এলাকা হলেও আপাতত এখানে তেমন প্রকোপ দেখা দেয়নি বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।
তিনি জানান, এপ্রিলের শুরুর দিকে বরিশালে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। গত রবিবার বরিশাল বিভাগে ৪শ ১৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়। সাম্প্রতিক সময়ে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ৪শ জন। একদিনে সর্বাধিক ৪শ ২০ জন আক্রান্ত হয়েছিলো চলতি মৌসুমে।
হাসপাতালে ভর্তির পর প্রাথমিক সেবা শুশ্রুষার সুস্থ্য হয়ে এক থেকে ২ দিনের মধ্রে বাড়ি ফিরে যায় তারা। এ কারনে হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ নেই বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বরিশাল লবনাক্ত পানির এলাকা। শুষ্ক মৌসুমে এখানে প্রতি বছর ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়।
কিন্তু এ বছর এখন পর্যন্ত বরিশালে ডায়রিয়া পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করেছেন তিনি। ডায়রিয়া পরিস্থিতি মোকবেলায় পর্যাপ্ত আইভি ও খাবার স্যালাইনসহ অন্যান্য প্রস্তুতি রয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।
এদিকে মঙ্গলবার বরিশাল শের-ই বাংলা মেডিকল কলেজ হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩৩ জন রোগী। সাম্প্রতিক সময়ে ডায়রিয়া ওয়ার্ডে রোগী ভর্তির সংখ্যা কিছুটা ওঠানামা করছে বলে জানিয়েছেন হাসপাতালের তথ্য সংরক্ষক জাকারিয়া স্বপন। এদিকে আজ বরিশাল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ৩১ জন রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছেন ওই হাসপাতালেল আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল।
চলতি মৌসুমে বরিশাল বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কোন রোগী মারা যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগীয় উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]