"সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে ৫০ তম পরিবেশ দিবস পালিত হয়েছে।
গতকাল ৫ জুন (সোমবার) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাসে উক্ত পরিবেশ দিবস অনুষ্ঠিত হয়।
এ সময় বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে, পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের করা বিভিন্ন চিত্রকর্ম ও প্রজেক্ট দেখানো হয় এবং সেটার বর্ননা উপস্থাপন করেন অংশগ্রহণ কারি শিক্ষার্থীরা।
সাংবাদিকতা বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ বলেন, মানুষের কান্ডজ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য পৃথিবীতে বিভিন্ন ধরণের ভয়াবহ দুর্যোগ সৃষ্টি হচ্ছে, বিশেষ করে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পৃথিবী বাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে,আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখতে প্রথমত নিজেদের সচেতন হতে হবে এবং মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে।
উক্ত আয়োজন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিককতা বিভাগের সহকারী অধ্যাপক ছালমা জান্নাত ঊর্মি, প্রভাষক রমজান আলী, প্রভাষক সাজ্জাদ হোসেন এবং প্রভাষক মুহাম্মদ রাকিব হোসাইন সহ বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]