নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার স্বনামধন্য নাটকের দল ফানুস নাট্যদলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
২৮ ডিসেম্বর (শনিবার) জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দক্ষিণ বঙ্গের খ্যাতনামা সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু।
অনুষ্ঠানের শুরুতে ফানুস নাট্যদল ময়মনসিংহ গীতিকা অবলম্বনে বাংলার লোককাহিনী নিয়ে নাটক "কমলাসুন্দরী" পরিবেশন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী সাতক্ষীরার সভাপতি সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা সাউন্ড অ্যান্ড লাইট অ্যাসোসিয়েশনের সভাপতি রবিউল ইসলাম গাজী, খ্যাতনামা কবি, সাহিত্যিক ও সুরকার প্রাণকৃষ্ণ সরকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা ফানুস নাট্যদলের ছয় বছরের গৌরবোজ্জ্বল পথচলা নিয়ে আলোচনা করেন এবং দলটির অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
এসময় ফানুস নাট্যদলের পক্ষ থেকে শব্দ ও আলোক প্রক্ষেপণে গৌরবজনক অবদানের জন্য রবিউল ইসলাম গাজী এবং সেরা সফল উদ্যোক্তা হিসেবে আনিকা অর্পাকে বিশেষ সম্মাননা জানানো হয়।
দলীয় কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই বছর ফানুস সেরা নাটুকে সম্মাননা পান মোস্তাফিজুর রহমান। অন্যান্য সম্মাননাপ্রাপ্তরা হলেন, সেরা শিল্পী জান্নাতুন নাহার, সেরা কর্মী সংগঠক সুষ্মিতা বিশ্বাস, সেরা নবাগত আশিকুজ্জামান, চিরসাথী সম্মাননা প্রজ্ঞা লাবনী, আন্তঃক্রীড়া চ্যাম্পিয়ন আদনান আহমেদ, শিল্পী ও কলাকুশলীরা দলীয়ভাবে ফানুস নাট্যদলের প্রতিষ্ঠাতা, সভাপতি এবং নাট্যগুরু মলয় কান্তি মণ্ডল (প্রতীক রূদ্র)-কে আজীবন সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠান শেষে সভাপতির সমাপনী বক্তব্য এবং কেক কাটার মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]