হলুদ প্রাণে একই সুর, যেতে হবে বহুদূর- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ (ভিবিডি), সাতক্ষীরার ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরার দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে (মিনি সুন্দরবন) কেক কাটা ও সাংগঠনিক সংগীত পরিবেশনের মাধ্যমে এই জমকালো আয়োজনের শুভ সূচনা করা হয়।
দিনব্যাপী খেলাধুলা, সংগীত, নিত্য ও ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা-সহ নানান আয়োজনে মুখরিত ছিল সীমান্তবর্তী ইছামতী নদী তীর।
এসময় সামাজিক ও মানবিক কাজ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার স্বীকৃতি স্বরুপ সাতক্ষীরা জেলার ৫ সংগঠন ও ১ ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, জাগো ফাউন্ডেশনের ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ (ভিবিডি) ২০১৯ সালে সাতক্ষীরায় তাদের কার্যক্রম শুরু করে৷ করোনা পরিস্থিতি এবং আম্পানে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে সংগঠনটি ইতোমধ্যে দেশে সাড়া ফেলেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি শেখ শাকিল হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]