"যেথায় থাকি যে যেখানে, থাকবো মোরা এক বাঁধনে" এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন নেংগী মাধ্যমিক বিদ্যালয়ে বর্নিল আয়োজনে শিক্ষক-ছাত্র ছাত্রীদের ঈদ পূর্নমিলন অনুষ্ঠিত হয়েছে।
নেংগী মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী জমকালো এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
শাহাজান কবীর শান্ত ও নাজমুল হোসেনের সঞ্চলনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ সরকারি কলেজের সাবেক প্রফেসর আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মিলানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম ঢালী, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইউপি সদস্য জবেদ আলী, মনিরুল ইসলাম, আজিজুর রহমান, পিজুশ কান্তি, আলাউদ্দিন,আব্দুল গফফার প্রমুখ।
এদিন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো শিক্ষাঙ্গন। পুরনো বন্ধুদের কাছে পেয়ে তৈরী হয় আনন্দ আর আবেগঘন পরিবেশের। দিনভর ১৯৯৫ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে চলে আড্ডা, স্কুলের স্মৃতিচারণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]