বলিউড সিনেমা ‘গ্যাংস্টার’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা নিজেই জানিয়েছেন শোয়েব।
সাক্ষাৎকারে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত সাবেক এই পেসার জানান, তাকে ভারতীয় চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে এই চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড তারকা ইমরান হাশমি।
তবে তিনি বলেন, এখন মনে হচ্ছে যে চলচ্চিত্রটিতে অভিনয় করা উচিত ছিল।
আলাপচারিতায় নিজেকে তরুণ পেসারদের সঙ্গে তুলনা করেন ৪৬ বছর বয়সী শোয়েব। জানান, এখনকার পেসাররা তার মতো নন। তাদের লম্বা চুল নেই, তারা দ্রুতগতির বলও করতে পারেন না।
তিনি বলেন, ‘ফাস্ট বোলাররা মাথায় বলও মারেন না। আমি মনে করি, ফাস্ট বোলারদের উচিত ব্যাটসম্যানদের আহত করা।’
এখনো ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বোলার শোয়েব আখতার। তার দাবি, হাঁটুতে ইনজুরির পর এবং তিন মাসের প্রশিক্ষণের পরও তিনি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে বল করতে পারেন।
এ সময় শোয়েব আরও জানান, ২০০২ সালের টেস্টে এডাম গিলক্রিস্টের উইকেটটি ছিল তার সবচেয়ে প্রিয়। এ ছাড়া ১৯৯৯ সালে কলকাতায় রাহুল দ্রাবিড়ের উইকেট নেওয়া ছিল তার সবচেয়ে মজার বিষয়।
আগুনে গতির কিংবদন্তি এই স্পিডস্টার বলেন, ‘আমি ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করেছি। আমার ক্যারিয়ারে আমি ঘণ্টায় সর্বোচ্চ ১৬৩ কিলোমিটার গতিতে বল করেছি।’
ক্রিকেটের দিনগুলোতে সাকলায়েন মুশতাক তার বেস্ট ফ্রেন্ড ছিলেন বলেও উল্লেখ করেন শোয়েব। বলেন, সাকলায়েনকে ভালোবেসে পিটিয়েছি। নিজেকে বিশ্বের সেরা স্পিনার প্রমাণ করেছেন সাকলায়েন।
এ ছাড়া বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের প্রশংসা করে শোয়েব আখতার বলেন, বাবর আজম এই যুগের সেরা ব্যাটসম্যান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]