জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স'র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন'র সহযোগিতায় বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অন-লাইন ও অফ-লাইনে নিরাপদে ইন্টারনেট ব্যবহার সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১টায় সাতক্ষীরা সদর উপজেলার বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অন-লাইন ও অফ-লাইনে নিরাপদে ইন্টারেনট ব্যবহার সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় বল্লী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৪০জন ছাত্রী অংশগ্রহণ করেন। এসময় নিরাপদে ইন্টারনেট ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, আমরা না বুঝে অনেক সময় স্যোসাল মিডিয়ায় অপরিচিত জনের সাথে বন্ধুত্বে জড়িয়ে পড়ি এবং অনেক সময় ব্যক্তিগত তথ্য শেয়ার করি। যার ফলে অনেক সময় আমরা স্যোসাল মিডিয়ায় হয়রানির শিকার হই। তাছাড়া বলা হয়, আমরা যখন কোন পাসওয়ার্ড ব্যবহার করবো তখন বিভিন্ন চিহ্ন ব্যবহার করবো। আমরা যাতে আবেগে নিজেকে বিলিয়ে না দেই সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, সাতক্ষীরা সদরের ৮টি স্কুলে অন-লাইন ও অফ-লাইনে নিরাপদে ইন্টারনেট ব্যবহার সম্পর্কে নিয়মিত আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর সাতক্ষীরা প্রজেক্ট অফিসের বিজনেস ডেভলপমেন্ট অফিসার শেখ সোহেল মাহমুদ ও মো. শিমুল হোসেন।
আলোচনা সভা সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স'র কমিউনিটি সোস্যাল ওর্য়াকার মো. আব্দুল মান্নান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com