আরেকটি মাইলফলক অতিক্রম করলেন বাংলাদেশ নারী ফুটবল দলের ও বসুন্ধরা কিংসের অধিনায়ক সাবিনা খাতুন।
মঙ্গলবার প্রিমিয়ার লিগে আতাউর রহমান ভূঁইয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জোড়া গোল করে বসুন্ধরা কিংসের জার্সিতে অতিক্রম করলেন অর্ধশত গোলের মাইলফলক।
৪৯ গোল নিয়ে মঙ্গলবার খেলতে নেমেছিলেন সাবিনা। ২২ মিনিটে গোল করে ছুঁয়ে ফেলেন ৫০ গোলের মাইলফলক। ২৯ মিনিটে দ্বিতীয় গোল করায় এখন বসুন্ধরা কিংসের জার্সিতে সাবিনার গোল ৫১ টি।
গত মৌসুমে ৩৫ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন সাবিনা। এই লিগে বুধবার পর্যন্ত তার গোল ১৬টি। এই তো গত মাসে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে শততম গোলের মাইলফলক অতিক্রম করেছিলেন সাবিনা খাতুন।
তার আগে ঘরোয়া ফুটবলে ২৫০ গোলের মাইলফলকও অতিক্রম করেছেন গোলমেশিনখ্যাত এই নারী ফুটবলার। সাবিনা খাতুন কেবল দেশের ঘরোয়া ফুটবলেও নয়, মাতিয়েছেন ভারত ও মালদ্বীপের ঘরোয়া ফুটবলও।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]