
কলারোয়া থানা মোড় এলাকায় জমকালো আয়োজনে উদ্বোধন হলো অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া প্রতিদিন’-এর অফিস। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এলাকার গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, ব্যাংকার ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘কলারোয়া প্রতিদিন’-এর সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী এবং সঞ্চালনা করেন প্রভাষক আব্দুল আলীম। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান বার্তা সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ও পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক খান মিজানুল ইসলাম সেলিম।
তিনি তাঁর বক্তব্যে বলেন - সাংবাদিকতা শুধু খবর সংগ্রহ নয়, এটি একটি মহান দায়িত্ব। সত্যকে তুলে ধরতে হলে সাংবাদিককে হতে হবে ন্যায়নিষ্ঠ, দূরদর্শী ও নীতিবান। সমাজ পরিবর্তনের জন্য সাংবাদিকদের হাতে শক্তিশালী কলমের পাশাপাশি দরকার প্রশিক্ষণ ও সচেতনতা। শিক্ষার্থীদের এই পেশার প্রতি আগ্রহী করে তুলতে হবে, যাতে তারা দেশের উন্নয়নে সৎ সাংবাদিক হিসেবে গড়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, কলারোয়া প্রতিদিন যদি ন্যায় ও বস্তুনিষ্ঠতার পথে অটল থাকে, তবে খুব দ্রুতই এটি জনগণের আস্থার প্ল্যাটফর্ম হয়ে উঠবে।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক আলহাজ্ব হুমায়ুন কবির এবং উপদেষ্টা অধ্যাপক আবু বক্কর সিদ্দিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন— ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার জাকির হোসেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, কলারোয়া নিউজের প্রকাশক ও আওয়ার নিউজের সম্পাদক আরিফ মাহমুদ, স্টার নিউজ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফারুক হোসেন রাজ, কলারোয়া প্রতিদিনের সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পত্রিকাটির মূল স্লোগান - “বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আপোষহীন - দৈনিক কলারোয়া প্রতিদিন।”
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল যুগে অনলাইন নিউজ পোর্টাল মানুষের তথ্য জানার অন্যতম প্রধান মাধ্যম। কলারোয়া প্রতিদিন সত্য, নির্ভুল ও জনগণের কল্যাণে সংবাদ পরিবেশন করে, অল্প সময়েই মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
কলারোয়া প্রতিদিন এর সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী বলেন, আমরা বিশ্বাস করি সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। কলারোয়া প্রতিদিন হবে সেই হাতিয়ার, যা সত্য প্রকাশে কখনো আপোষ করবে না।
সাংবাদিক, তরুণ ও সচেতন নাগরিকদের মিলনমেলায় প্রাণবন্ত এই উদ্বোধন অনুষ্ঠানটি কলারোয়ায় সাংবাদিকতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]