ভারতে সম্প্রতি পাস হওয়া সংশোধিত ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে কার্যকর হবে না, তা আরও একবার জানালেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (১৬ এপ্রিল) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জিমদের সম্মেলনে গিয়ে 'বাংলাদেশের পরিস্থিতি'র আবহে তাড়াহুড়ো করে কেন ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত করা হল, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে মমতা বলেন, 'বাংলাদেশের পরিস্থিতি জানেন না? এত তাড়াহুড়োর কী ছিল?'
পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য উল্লেখ করে তিনি বলেন, 'আপনি (মোদি) ইউনূসের (অন্তর্বর্তী সরকারের প্রধান) সঙ্গে গোপনে মিটিং করছেন, চুক্তি করছেন। করুন। তাতে দেশের ভালো হলে আমার কিছু বলার নেই।
আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের পরিস্থিতি যে পশ্চিমবঙ্গে প্রভাব ফেলছে, তা মানেন শাসকদলের প্রথম সারির নেতারাও। আরজি কর আন্দোলনে যে বাংলাদেশের নাগরিক আন্দোলনের প্রভাব ছিল, তাও মনে করেন তারা। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেখানেও বাংলাদেশের পরিস্থিতির কথা টানলেন মমতা।
মুসলিমদের উদ্দেশে মমতার অনুরোধ, এক বছর ধৈর্য ধরুন। দিল্লিতে অনেক পরিবর্তন হবে। নতুন সরকার হলে আশা করি হামাগুড়িবাবু ঢুকবেন না।
বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে মমতা বলেন, এখানে এক আর বাইরে এক? দুবাইয়ে গেলে কাদের আতিথেয়তা গ্রহণ করেন? সৌদি আরবে গেলে কার সঙ্গে গলা মেলান?
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]