টানা তিন ম্যাচ হারের পর অবশেষে বাংলাদেশের বিপক্ষে জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া। তবে জয় পেতে যথেষ্ট ঘাম ঝড়াতে হয়েছে তাদের।
বাংলাদেশের বেঁধে দেওয়া ১০৫ রানের টার্গেট পার হতে ৭ উইকেট খোয়াতে হয়েছে অজিদের।
শেষ পর্যন্ত তিন উইকেটের ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে তারা।
শনিবার (৭ আগস্ট) মিরপুরে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস।
শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ওপেনিংয়ে নামা সৌম্য সরকার মাত্র ৮ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান।
পরে সাকিব নেমে আজ তেমন সুবিধা করতে পারেননি। ২৬ বল খেলে মাত্র ১৫ রান করে আউট হয়ে যান এই অলরাউন্ডার।
পরে দলীয় ৫১ রানের মাথায় আউট হয়ে যান অধিনায়ক রিয়াদও।
কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ওপেনিংয়ে নামা মোহাম্মদ নাইম শেখ। কিন্তু তিনিও দলীয় ৬৮ রানের মাথায় ব্যক্তিগত ২৮ রান করে ফিরে যান।
আফিফ হোসেন বড় ইনিংস খেলার ইংগিত দিলেও সুবিধা করতে পারেননি। ১৭ বলে ২০ রানের একটি ইনিংস খেলে আউট হন।
আর কেউ বলার মতো স্কোর করতে পারেননি।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন পেসার অ্যান্ড্রু টাই এবং সিরিজে প্রথমবার খেলতে নামা লেগস্পিনার মিচেল সোয়েপসন।
এছাড়া দুটি উইকেট পান জশ হ্যাজলউড ও একটি নেন অ্যাশটন অ্যাগার।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় তিন রানের মাথায় স্পিনার মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে ফিরে যান অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড।
এরপর বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন ড্যান ক্রিশ্চিয়ান। তিনি আউট হওয়ার আগে মাত্র ১৫ বলে ৩৯ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। তিনি মূলত অজিদের জয়ের ভিত গড়ে দিয়ে যান।
নিজের প্রথম ওভারে বল করতে এসে দ্বিতীয় বলেই তার উইকেটটি তুলে নেন মোস্তাফিজুর রহমান। দারুণ ক্যাচ ধরেন শামীম হোসেন।
এছাড়া শেষ দিকে অ্যাশটন অ্যাগারের ২৭ রানের ইনিংসের ওপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।
এর বাহিরে মিচেল মার্শ করেন ১১ রান।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান।
এছাড়া একটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।
তবে এদিন সবচেয়ে খরুচে বোলার ছিলেন সাকিব আল হাসান। নির্ধারিত চার ওভারে ৫০ রান খরচ করলেও কোনো উইকেট পাননি।
এর আগে টানা তিন ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। যা আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো ফরম্যাটে প্রথমবারের মতো অজিদের সিরিজ হারানোর গৌরব অর্জন করলো লাল-সবুজ বাহিনী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]