বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে আমেরিকা। ২০২৩ সালে বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সোমবার প্রকাশিত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণায়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
দেশভিত্তিক এই প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বলা হয়, ২০২৩ সালে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিধিবহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, স্বেচ্ছাচারমূলক আটক-গ্রেপ্তার, বিচার বিভাগের স্বাধীনতায় গুরুতর সমস্যা, রাজনৈতিক বন্দী, মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় বাধা, শান্তিপূর্ণ সভা-সমাবেশে হস্তক্ষেপ হয়েছে।
এ ছাড়া ওই বছর রাজনৈতিক কর্মসূচিতে অযৌক্তিক বিধিনিষেধ এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার পরিবর্তনের সুযোগ না থাকাসহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘন হতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে দাবি করা হয়, এসব ক্ষেত্রে সরকার অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে পারেনি এবং শাস্তির আওতায় আনা যায়নি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]