ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত থেকে পি জন সেলভারাজ (৫২) নামে এক ভারতীয় পুলিশকে গ্রেপ্তার করেছে বিজিবি। তার বাড়ি ভারতের তামিলনাড়ুতে। সেখানে তিনি এসএসআই হিসাবে কর্মরত ছিলেন।
বুধবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবির সূত্রে জানা যায়, গত ২২ মার্চ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে মহেশপুর-৫৮ বিজিবি তাকে গ্রেপ্তার করে মহেশপুর থানায় সোপর্দ করে। পরে পুলিশ তাকে আদালতে পাঠায়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেয়। এরপর গত ১৩ জুন আদালত থেকে জামিন পান তিনি। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশে থাকার আদেশ দেয় আদালত।
কিন্তু মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ভারতীয় এই পুলিশ সদস্য। এ সময় বিজিবি তাকে আবারও আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। পরে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কেন বা কোন উদ্দেশে তিনি অবৈধ ভাবে বাংলাদেশে আসেন তা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ কয়দিন তিনি কোথায় ছিলেন তাও খতিয়ে দেখা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]