বাংলাদেশে সম্প্রতি বিরোধী দলের নেতাকর্মীদের ‘ধরপাকড়’ প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার প্রশ্ন করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচিকে। তবে তিনি এর সরাসরি কোনো জবাব দেননি। তিনি বলেছেন, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে নয়াদিল্লি কোনো ধরনের হস্তক্ষেপ করে না।বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গতকাল দিল্লিতে এক সংবাদ সম্মেলনে অরিন্দম বাগচি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ নিজেরাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। ঘনিষ্ঠ মিত্র ও পার্টনার হিসেবে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে মর্যাদা দিই। একই সঙ্গে একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশের যে ভিশন, সেটাকেও আমরা সমর্থন জানিয়ে যাব।’
সংবাদ সম্মেলনে বাগচি বলেন, আমরা তৃতীয় কোনো দেশের নীতি নিয়ে মন্তব্য করতে চাই না। বাংলাদেশে নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। সে দেশের জনগণই তাদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন।
এদিকে আজ শুক্রবার দিল্লিতে ভারতের সঙ্গে আমেরিকার ‘টু প্লাস টু’ মন্ত্রী পর্যায়ের সংলাপে যোগ দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গতকাল বৃহস্পতিবারই দিল্লিতে পৌঁছেছেন। সেখানে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ আলোচনায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]