বাংলাদেশে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চায় বলেই সংশ্লিষ্ট সবার সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ অব্যাহত রাখছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
নির্দিষ্ট কোন রাজনৈতিক দলকে ওয়াশিংটন সমর্থন করে না বলে আবারও নিজেদের অবস্থান জানিয়েছেন তিনি।
সোমবার (২০ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিক ফজল আনসারী অভিযোগের প্রেক্ষিতে এসব কথা জানান মিলার।
তিনি বলেন, আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেইনি। বাংলাদেশের জনগণ যা চায়, আমরাও সেটিই চাই। আর তা হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। শান্তিপূর্ণভাবে যেন নির্বাচন হয়। আমরা সরকার, বিরোধী দল ও সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কাজ করে যাবো।
মুশফিক ফজল আনসারী অভিযোগ করেন, বাংলাদেশের ক্ষমতাসীনরা একতরফা নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। এ পরিস্থিতিতে আসন্ন নির্বাচন বন্ধ করতে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে কি-না?
সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীরের এক প্রশ্নের জবাবে মিলার বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]