বাংলাদেশ কুশু এসোসিয়েশনের সহকারী ট্রেইনার হিসেবে মনোনীত হয়েছেন আশিক ইকবাল। গতকাল তার হাতে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এর পক্ষ থেকে পরিচয় পত্র তুলে দেন কনফেডারেশন এর উপ-প্রচার সম্পাদক মেসবাহ উদ্দীন।
গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ কুশু এসোসিয়েশনের জন্য বিচারক ও প্রশিক্ষক বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জমান মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কুশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দীন।
উক্ত কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের দীর্ঘ ৩ মাস প্রশিক্ষণ শেষে মো: আশিক ইকবাল, মো: জাহিদ হোসেন, মো: মইনুল ইসলাম , মো: রোমান, মো: আবু সুফিয়ান, মো: নোমান ও মো: জহিরুল ইসলামকে বিচারক অথবা প্রশিক্ষক হিসেবে মনোনীত করা হয় এবং আইডি কার্ড দেওয়া হয় । এছাড়া বাকি সকল শিক্ষার্থীদের হাতে প্লেয়ার আইডি কার্ড তুলে দেওয়া হয় ।
আশিক ইকবাল বাংলাদেশ কুশু এসোশিয়েশনের একজন দক্ষ শিক্ষার্থী। তিনি ইতোমধ্যে ব্রাউন বেল্ট অর্জন করেছেন এবং ব্ল্যাক বেল্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ গেমস ও সুলতানা কামাল গেমসে অংশগ্রহণ করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]