মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং- বি-২২০৯) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
(৩রা মার্চ) শুক্রবার সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের জেলা শাখার সভাপতি মো. জুম্মান আলী সরদার'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা এনসান বাহার বুলবুল, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান ফারুক।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের জেলা কার্যকারি সভাপতি মো. তোফাজ্জেল হোসেন, সাংবাদিক মেহেদী আলী সুজয়, সংগঠনের জেলা শাখার কোষাধ্যক্ষ ইকবাল গাজী, মহিলা সম্পাদিকা শিরিনা পারভীন, শ্যামনগর থানা কমিটির সভাপতি জাকির হোসেন, কালিগঞ্জ থানা কমিটির সভাপতি মো. মুজিবর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি মো. হযরত আলী, সাধারন সম্পাদক নাছির উদ্দীন, আশাশুনি থানা কমিটির সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কলারোয়া থানা কমিটির সাধারণ সম্পাদক কোরবান আলী, সাতক্ষীরা পৌর সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় নির্মাণ শ্রমিকদের জন্য শ্রম আইন প্রনয়ন, রেশনিং ব্যবস্থা চালু, বয়স্ক শ্রমিকদের পেনশন বীমা, নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিকদের স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থাসহ ১২ দফা দাবি বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানান। অনুষ্ঠানের সংগঠনের সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মো. জামাল আহম্মেদ বাদল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]