যশোরের শার্শায় ইউপি চেয়ারম্যানের ছেলে আশরাফুল আলম (অপু) (২৬) কে বিদেশী মদসহ আটক শার্শা থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বসতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ‘শার্শা উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল'র ছেলে আশরাফুল আলম (অপু) গোগা থেকে মটরসাইকেল যোগে বিদেশী মদ নিয়ে বাগআঁচড়ায় আসছে- এমন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া-গোগা সড়কের বসতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় দুই বোতল বিদেশী মদ ও একটি মটরসাইকেল জব্দ করা হয়।’
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]