সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে দেশের সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সেলক্ষ্যেই নির্বাচন কমিশন তার কার্যক্রম হাতে নিয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শার্শার উপজেলার সকল ইউনিয়নের পাশাপাশি বাগআঁচড়া ইউপি’র নির্বাচনও কাঙ্খিত সময়ে হবে বলে প্রত্যাশা ভোটারদের। আর তাই (১নভেম্বর) সোমবার শত শত কর্মী-সমর্থক নিয়ে ০৮ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক ছাত্রলীগ, ও বর্তমান যুবলীগ নেতা শফিক মাহমুদ ধাবক।
শফিক মাহমুদ ধাবক জানান, সবাইকে সাথে নিয়ে সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ একটি ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় নিয়ে ইতোমধ্যে তিনি ভোটারদের সাথে আনুষ্ঠানিক ভাবে যোগাযোগ রক্ষা করছেন, এবং সকলের কাছে দোয়া ও ব্যাপকহারে সমর্থন পেয়েছেন।
তিনি আরো জানান, আমি সবার সুখে-দুঃখে সর্বদা পাশে থাকতে চাই। ইউনিয়ন বাসীর কল্যাণে কাজ করে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই। এই ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে সবাইকে সাথে নিয়ে আমি আমার সাধ্যমত অত্র এলাকাকে সুন্দর ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে আজীবন পরিশ্রম করে যেতে চাই। ইউনিয়ন থেকে কোন অর্থ, প্রভাব, প্রতিপত্তি বা কোন ফায়েদা নেবার জন্য নয় বরং সকলের সেবার মানসিকতা নিয়েই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি জানি আল্লাহ সহায় থাকলে ও জনগণ আমার পাশে থাকলে, অন্য প্রার্থীরা যতই শক্তিশালী হোক না কেন, জয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।
চেয়ারম্যান পদপ্রার্থী শফিক মাহমুদ ধাবক, কলারোয়া নিউজকে জানান। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আপনারা সবাই মত প্রকাশের স্বাধীনতা পাবেন, এবং আপনাদের মতামতের ভিত্তিতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সকল জটিল ও কঠিন সমস্যার সমাধান করার চেষ্টা করবো। মাদক-সন্ত্রাস নির্মূলে ও ইভটিজিং-বাল্যবিবাহ বন্ধ সহ আলোকিত সমাজ গড়তে কাজ করে যেতে চাই। তার পাশাপাশি এলাকার যে কোন সমস্যার সুষ্ঠু সমাধানের মাধ্যমে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে চাই।
তিনি বলেন, ভোট একটি নাগরিকের মূল্যবান অধিকার ও ভোট প্রয়োগ একটি ঈমানী দায়িত্ব। সামান্য অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীকে ভোট দেয়া থেকে বিরত থাকুন। সুতরাং আসুন সবাই একসাথে কাজ করি ও আপনাদের সাথে নিয়ে একটি বাসযোগ্য ও শৃঙ্খলাবদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]