যশোরের শার্শায় পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ আফজাল হোসেন মধু (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে।
এ ঘটনায় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার বাগআঁচড়া কলোনি মোড়ে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটক আফজাল হোসেন বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের দুখু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে বাগআঁচড়া ২নং কলোনি মোড়ের পাকা রাস্তার উপর হতে ইজিবাইকের ভিতরে স্টিলের কলসের মধ্যে হতে দুই কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ মাহামুদ আল ফরিদ ভুইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত বিষয়ে শার্শা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]