শার্শার বাগআঁচড়ায় নির্বাচনী সহিংসতায় মোস্তাফিজুর রহমান মোস্তাক ধাবক নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছে। সে উপজেলার বাগআঁচড়া সাতমাইল গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক খতিব ধাবকের ছেলে।
এঘটনায় শনিবার সকালে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণ যশোর -সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় ৩ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পরে সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল জুয়েল ইমরান এসে দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির আশ্বাস দিলে স্থানীয় জনসাধারণ অবরোধ তুলে নেয়।
গত ১৬ নভেম্বর মঙ্গলবার রাতে সাতমাইল পশু হাট থেকে বাড়ি ফেরার পথে দূর্বৃত্তদের হামলায় বাগআঁচড়া সাতমাইল পশু হাটের ইজারাদার আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক খতিব ধাবক (৬৫), তার বড় ছেলে যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক (৪২) ও ছোট ছেলে আবু সাঈদ (৩৪) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক ধাবক মারা যায়। তার পিতা আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক খতিব ধাবকের অবস্থা গুরুতর আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এমতাবস্থায় বাগআঁচড়া বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]