যশোরের শার্শার বাগআঁচড়ায় পৃথক অভিযানে দুই পথচারীদের কাছ থেকে ৩৫ বোতল ও এক গৃহবধুর পানির কলসীর ভেতর থেকে ১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
বৃহস্পতিবার বিকালে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ কায়বা- বাগআঁচড়া সড়কের রাড়িপুকুর বটতলা পাকা রাস্তার ওপর থেকে ঝিকরগাছার মোবারকপুর গ্রামের শিরাজুল ইসলামের ছেলে শামিম হোসেন (৩২) ও কৃঞ্চনগর গ্রামের মুরারী বসুর ছেলে কাশিনাথ বসু (৩৫) কে ৩৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে।
একই সময়ে গোপন খবরে রাড়িপুকুর গ্রামের ভেতর থেকে পানি ভর্তি কলসীতে করে ফেনসিডিল নেয়ার সময় রিপন হোসেনের স্ত্রী কাকলী বেগম (২৬) নামে এক গৃহবধুকে পুলিশ গ্রেফতার করে। পরে তার কলসীর ভেতর থেকে ১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, আসামী তিনজনকে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে পাঠানো হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]