যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ১৩৫ বোতল ফেনসিডিল ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করেছে। সোমবার দিনগত রত ৪ টার দিকে হাড়ীখালী বিলের ভেতর থেকে এগুলো উদ্ধার করাহয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান গোপন খবরের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আওতায় হাড়ীখালী বিলের ভেতর রাত ৪ টার দিকে অভিযান চালানো হয়। এসময় আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৩৫ বোতল ফেন্সিডিল ও একটি ওয়াল্টন মোবাইল ফোন ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ তা উদ্ধার পূর্বক জব্দ করে। তিনি আরো জানান মোবাইল ফোনের সুত্রধরে আসামী গ্রেফতারের চেষ্টা ও মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]