যশোরের শার্শার বাগআঁচড়া বসতপুর এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিল সহ মনিরুজ্জামান মনির (৩৭) নামে এক মাদক ব্যাবসায়ীকে পুলিশ আটক করেছে। আটক মনির শার্শার রুদ্রপুর গ্রামের মৃত আইউব আলী গাজীর ছেলে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে সাতমাইল গোগা সড়কের বসতপুর কালোপোতা নামক স্থানে পাকা রাস্তার ওপর থেকে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে ১০ বোতল ফেনসিডিল সহ আটক করে। এ সময় তার ব্যাবহৃত বাই সাইকেল টিও জব্দ করে পুলিশ ।
পুলিশ জানায়, গোপন খবরে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সাইফুল ইসলাম ও এ এস আই ফিরোজ আহমেদ সাতমাইল গোগা সড়কের বসতপুর কালো পোতা এলাকার পাকা রাস্তার ওপর থেকে মনিরুজ্জামান মনির কে আটক করে।এসময় সে গোগার দিক থেকে বাই সাইকেলে চড়ে সাতমাইলের দিকে আসছিলো। পুলিশ তার শরীর তল্লাসি করে বডিফিট অবস্থায় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় তার বাই সাইকেলটিও জব্দকরা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভুইয়া ফেনসিডিল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে শার্শা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষে তাকে যশোর কোর্টে পাঠানো হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]