যশোরের শার্শার বাগআঁচড়া রাড়ীপুকুর ময়নার বটতলা থেকে শাহিন হোসেন (১৪) নামের এক শিশুকে ৮০ বোতল ফেনসিডিলসহ বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ আটক করেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাড়ীপুকুর ময়নার বটতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়ড়া গোয়ালবাতান গ্রামের আব্দুল আলিমের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, এএসআই আকবরকে সাথে নিয়ে টহল দেয়ার সময় রাড়ীপুকুর ময়নার বটততলার কাছে গয়ড়া থেকে বাগআঁচড়া মুখি আসা একটি নসিমনের গতি রোধ করা হয়। এসময় শাহিন তার কোলে থাকা প্লাস্টিকের বস্তা মাথায় নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলা হয়। তার বস্তা তল্লাশী করে বস্তার ভিতর থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ফেনসিডিল পাচার আইনে মামলা দিয়ে শিশুটিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]