যশোরের শার্শা থানার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ১১০ বোতল ফেনসিডিল সহ দুই মহিলাকে আটক করেছে।
মঙ্গলবার রাতে সাতক্ষীরা-নাভারণ সড়কের আমতলা নামক স্থানে পাঁকারাস্তার ওপর থেকে তাদের দু'জনকে আটক করা হয়।
আটক জুলেখা বেগম (২৫) বেনাপোল পোর্টথানার তালসারি গ্রাতের শুভ আহমেদ এর স্ত্রী ও আকলিমা খাতুন ওরফে খোদেজা বেগম (২৬) একই গ্রামের আব্দুল্লার স্ত্রী।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন খবরের ভিত্তিতে নাভারন-সাতক্ষীরা হাইওয়ের ওপর থেকে তাদের ১১০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]