যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার আমতলা থেকে শনিবার রাতে রিজিয়া বেগম ওরফে তানিয়া (৪২) নামে এক মহিলাকে ৭ বোতল ফেনসিডিলসহ বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেফতার করেছে।
তানিয়া বাগআঁচড়া বকুলতলা এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, শনিবার রাত ৯টার দিকে ৭ বোতল ফেনসিডিলসহ সাতমাইল এলাকার আমতলা থেকে তানিয়াকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় সে বিভিন্ন কাস্টমারের কাছে ফেনসিডিল বিক্রি করার প্রচেষ্টায় লিপ্ত ছিলো।
গোপন খবরের মাধ্যমে পুলিশ তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে সে এ কাজে লিপ্ত রয়েছে বলে পুলিশকে জানায়। সে ওয়ারেন্ট ভুক্ত আসামী। তার বিরুদ্ধে এর আগে, ৫টি মামলা রয়েছে।
রবিবার সকালে মাদক আইনে মামলা দিয়ে তাবে জেলহাজতে পাঠানো হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]