যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ শুক্রবার রাতে অটোমিলের পাশ থেকে ৪২ বোতল ফেনসিডিল সহ ওয়াসিম গাজী (৩৩) নামে এক যুবককে আটব করেছে। সে সাতমাইল এলাকার মৃত সাত্তার গাজীর ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, পুলিশের নিয়মিত একটি টহলদল সাতমাইল-গোগা সড়কে টহল দেয়ার সময় অটোমিলের পাশে ওয়াসিমকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করে ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
ওয়াসিমকে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]